একাধিকজনকে নিয়োগ দেবে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি

 

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আওতাধীন বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড। পাঁচটি পদে মোট ছয়জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন।

পদের নাম

উপব্যবস্থাপক, সহকারী ব্যবস্থাপক, সহকারী নিরাপত্তা, উপসহকারী ব্যবস্থাপক।

পদসংখ্যা

ছয়জন

শিক্ষাগত যোগ্যতা

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক বা স্নাতকোত্তর পাসসহ ডিপ্লোমা পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য দুই থেকে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ন্যূনতম ৩২ থেকে ৪০ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন।

বেতন

পদগুলোর জন্য বেতন  ৪৩,৩০০-৬৯,৭৫০ টাকা।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করা যাবে (www.bsccl.com এবং www.bsccl.teletalk.com.bd)   এই ঠিকানায়।

আবেদনের শেষ সময় : ৩০ মে ২০১৯ রাত ১২টা।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে…

 

সূত্র : বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড।