একাদশ শ্রেণিতে ভর্তির মেধা তালিকা প্রকাশ করা হবে ১৬ জুন। গতবারের মতো কোনো জটিলতা হবে না বলে আশাবাদী কর্তৃপক্ষ। এসএমএস এবং অনলাইনে ভর্তি প্রক্রিয়ার আবেদন গ্রহণ শেষ। দেড় লাখেরও বেশি মাধ্যমিক পাস শিক্ষার্থী এবার আবেদন করেনি। কর্তৃপক্ষ বলছে, বিকল্প শিক্ষা, কর্মসংস্থান, বাল্যবিয়েসহ বেশ কিছু কারণে এরা অংশ নেয়নি।
দুই দফা সময় বাড়ানোর পর শুক্রবার রাতে শেষ হয়, একাদশ শ্রেণিতে এসএমএস ও অনলাইনে ভর্তির আবেদন। চলছে, তথ্য-উপাত্ত পর্যালোচনা। পর্যাপ্ত আসন থাকায় প্রত্যেক আবেদনকারীই ভর্তির সুযোগ পাবে বলেও আশাবাদী যাচাই-বাছাই কমিটি।
এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছে সাড়ে ১৪ লাখেরও বেশি শিক্ষার্থী। তবে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করেনি, দেড় লাখেরও বেশি। একে স্বাভাবিক চিত্র বলছেন ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান।ঝরে পড়া বন্ধে কারিগরী শিক্ষাকে উৎসাহিত করার পরামর্শ সংশ্লিষ্টদের।
মেধাতালিকা প্রস্তুত হলেই ওয়েবসাইটে এবং মোবাইল ফোনের মাধ্যমে আবেদনকারীকে ভর্তির বিষয়ে জানানো হবে জানিয়েছে কর্তৃপক্ষ।