একাদশ শ্রেণিতে কোন শিক্ষার্থী কোন কলেজে ভর্তি হতে পারবেন তার প্রথম মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। সোমবার ৫ জুন রাত সাড়ে ১২ টার দিকে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি এ তালিকা প্রকাশ করে।
ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক আশফাকুস সালেহীন বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, প্রথম মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় ১২ লাখ ৪৯ হাজার ৮৪৮ জন একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মনোনীত হয়েছেন। আগামী ১৩ জুন দ্বিতীয় এবং ১৮ জুন তৃতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে।
মনোনীতদের তালিকা http://www.xiclassadmission.gov.bd/ ওয়েব সাইটে পাওয়া যাচ্ছে। এছাড়া মোবাইলে এসএমএস এর মাধ্যমেও কোন শিক্ষার্থী কোন কলেজে ভর্তির জন্য মনোনীত হলেন তা জানা যাচ্ছে।