১৮ আগস্ট এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করা হয়েছে। এদিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেবেন স্ব-স্ব শিক্ষাবোর্ডের চেয়ারম্যান। শিক্ষা মন্ত্রণালয় একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব দৈনিক শিক্ষাকে জানান, পাবলিক পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর হাতে তুলে দেয়ার একটি রেওয়াজ আছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটি সারসংক্ষেপ পাঠিয়েছি। গতকাল রোববার (৩১ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক পত্রে ১৮ আগস্ট ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করা হয়েছে।
এ বছরের উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা ৩ এপ্রিল শুরু হয়। এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে ১২ লাখ ১৮ হাজারের বেশি পরীক্ষার্থী অংশ নেয়।