বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা অনুষদের অধীন আইন বিষয়ে চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) ভর্তির আবেদন গ্রহন শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ ২৬ নভেম্বর। ভর্তির জন্য লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ৪ ডিসেম্বর।
যোগ্যতা: যে কোনো শাখা হতে এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম ৫০ ভাগ নম্বর পেয়ে দ্বিতীয় বিভাগ বা জিপিএ ৩.৫ থাকতে হবে।
আবেদন: উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.bou.edu.bd) অথবা ঢাকা আঞ্চলিক কেন্দ্র (ঢাকা কলেজের পাশে) থেকে আবেদন ফরম সংগ্রহ করা যাবে। ফরম পূরন করে জনতা ব্যাংক, ঢাকা কলেজ শাখায় ৪০০ টাকা ফিসহ জমা দিতে হবে।
খরচ: চার বছরে আট সেমিস্টারে মোট ৪০টি কোর্স পড়ানো হয়। কোর্স ফি ২ হাজার টাকা। সঙ্গে রয়েছে সেমিস্টার ফি ২০০ টাকা।