উচ্চ মাধ্যমিকে এসে নারী শিক্ষার্থীর সংখ্যা কমছে : শিক্ষামন্ত্রী

46686

মাধ্যমিক স্তর পর্যন্ত নারী শিক্ষার্থীরা এগিয়ে থাকলেও উচ্চ মাধ্যমিকে তাদের সংখ্যা কমে যাচ্ছে বলে সংসদে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বর্তমানে মাধ্যমিক পর্যায়ে মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্রীর সংখ্যা ৫৩ শতাংশ, ছাত্র ৪৭ শতাংশ। উচ্চ মাধ্যমিকে এসে ছাত্রীর সংখ্যা হয়ে যাচ্ছে ৪৭ শতাংশ, ছাত্রের সংখ্যা ৫৩ শতাংশ। তবে মন্ত্রী জানান, ‘উচ্চশিক্ষায় মেয়েদের অংশগ্রহণ অতীতের চেয়ে বাড়ছে।’

নুরুল ইসলাম নাহিদ বলেন, নারী ও পুরুষের শিক্ষার হারে সমতা আনতে সরকার শিক্ষা সহায়তা ট্রাস্ট তহবিলে এক হাজার কোটি টাকা দিয়েছে। এই তহবিল থেকে স্নাতক পর্যায়ের ৩০ শতাংশ দরিদ্র ছাত্রী এবং ১০ শতাংশ ছাত্রকে উপবৃত্তি দেওয়া হচ্ছে। প্রশ্নোত্তর পর্বের আগে সকাল সাড়ে ১০টার দিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। অপর এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাঙ্গনে শিক্ষকের দ্বারা যৌন নির্যাতনের ঘটনা অনাকাঙ্ক্ষিত। এ ধরনের অভিযোগ পাওয়া গেলে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।