৩০ নভেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাসে অগ্নিসংযোগ, ভাঙচুর ও শিক্ষার্থী নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। রবিবার ইউজিসি’র সদস্য অধ্যাপক মোহাব্বত খানকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে।
সোমবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের জনসংযোগ বিভাগের উপ-সচিব শামসুল আরেফিন জানান, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩০ নভেম্বরের ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ চৌধুরী রবিবার একটি তদন্ত কমিটি গঠন করেছেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- ইউজিসির সদস্য অধ্যাপক ড. আবুল হাশেম ও ইউজিসির অতিরিক্ত পরিচালক ফেরদৌস জামান (সদস্য সচিব)।
কমিটিকে দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।