ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্মাতক (সম্মান) শ্রেণীর প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আইন ও শরিয়াহ অনুষদভুক্ত এইচ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। ইউনিট সমন্বয়কারী অধ্যাপক ড. মোহাম্মদ জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ইউনিট সমন্বয়কারী অধ্যাপক ড. জহুরুল ইসলাম বলেন, ‘ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মেধা ও অপেক্ষমান তালিকায় রেখে ফল প্রকাশ করা হয়েছে। ফলাফল ও ভর্তি সাক্ষাৎকারের সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসসাইট www.iu.ac.bd ও সমন্বয়কারীর কার্যালয়ের নোটিশ বোর্ডে পাওয়া যাবে। আগামী ২৯, ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর ভর্তি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। এছাড়া ৭ ডিসেম্বরের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে বলে তিনি জানান।
প্রসঙ্গত, সোমবার আইন ও শরিয়াহ অনুষদভুক্ত এইচ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১শত ৪০ টি আসনের বিপরীতে মোট ৫ হাজার ৬শত ১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করেন। আইন ও শরিয়াহ অনুষদভুক্ত বিভাগ দুটি হল-আইন ও আল ফিকহ বিভাগ।