দেশের আটটি শিক্ষা বোর্ড, কারিগরী শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষার কাল ২২ মে রোববারের অনুষ্ঠেয় সব পরীক্ষা পিছিয়েছে।
শনিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন সূচি অনুযায়ী ২২ মে অনুষ্ঠেয় এইচএসসি/ডিআইবিএস পরীক্ষা হবে ২৭ মে শুক্রবার। সকালের পরীক্ষা ৯টা থেকে এবং বিকেলের পরীক্ষা বেলা ২টা ৩০ মিনিটে শুরু হবে। আর মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২২ মে অনুষ্ঠেয় পরীক্ষা হবে ২৪ মে মঙ্গলবার বেলা ২টা থেকে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। তবে বোর্ড সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় রোয়ানুর কারণে পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাদ্রাসা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক জানান, মাদ্রাসা বোর্ডের পরীক্ষাগুলো মূলত ১২ মে হওয়ার কথা ছিলো। কিন্তু হরতালের কারণে একদফা পিছিয়ে ২২ মে নেয়া হয়। এবার আরেক দফা পিছিয়ে ২৪ মে।