ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তির আবেদন শেষ হবে আগামীকাল বুধবার।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সেন্টারের পরিচালক অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ এ তথ্য জানান। এ বছর ভর্তি আবেদনের সময় বাড়ানো হবে না বলেও জানিয়েছেন তিনি।
সূত্রমতে, মঙ্গলবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করেছেন ২৮ হাজার শিক্ষার্থী। এতে বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে এক হাজার ৩৫৬টি, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে এক হাজার ২১৮৪টি, ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে চার হাজার ৬৬৯টি এবং ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে নয় হাজার ৭৯১টি আবেদন জমা পড়েছে।