অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির সুযোগ

admission
এসএসসি বা সমমান উত্তীর্ণদের জন্য বর্তমানে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে চার বছর মেয়াদি এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং (অ্যারোস্পেস/ অ্যাভিওনিক্স) কোর্স করার সুযোগ রয়েছে। কোর্সটি চালু রয়েছে ওয়ার্ল্ড ব্যাংক অনুদানপ্রাপ্ত বেসরকারি প্রতিষ্ঠান সাইক ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি (এসআইএমটি) ও ইন্সটিটিউট অব রয়েল মেরিন একাডেমিতে। দুটি প্রতিষ্ঠানই ঢাকার শেওড়াপাড়ায় অবস্থিত। এ কোর্সটি করে একজন শিক্ষার্থী উড়োজাহাজের ইঞ্জিনিয়ার হিসেবে পরিচিত হন।

এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারদের কাজ হলো এমন একটি মেশিন তৈরি করা, যার নিত্যনতুন ডিজাইন উন্নয়ন করা, রক্ষণাবেক্ষণ ও পরীক্ষা-নিরীক্ষা করা যা আকাশে নিরাপদে উড়তে পারে, যেমন_ উড়োজাহাজ, হেলিকপ্টার, মিসেলস, স্যাটেলাইট অ্যান্ড স্পেস ক্রাফট, এয়ারফ্রেম তৈরি বা এয়ারফ্রেম ইঞ্জিন সৃষ্টি এয়ারক্রাফট ও এর আনুষঙ্গিক যন্ত্রপাতির সংযোগ স্থাপন, উন্নয়ন ও মেরামত করা। আর এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার হচ্ছেন লাইসেন্সপ্রাপ্ত এমন একজন ব্যক্তি, যিনি উড়োজাহাজের জাতীয় ও আন্তর্জাতিক মান নিশ্চিত করেন।
ভতি যোগ্যতা : এসএসসি বা এইচএসসি পাস হতে হবে। নূ্ন্যতম জিপিএ ২.৫ প্রাপ্ত হতে হবে।
প্রতিষ্ঠানটিতে রয়েছে জব প্লেসমেন্ট বিভাগ। বিভাগটি সদ্য বের হওয়া শিক্ষার্থীদের ভালো চাকরি পেতে সব ধরনের সহযোগিতা করে।