ইস্টার্ন ইউনিভার্সিটিতে (ইইউ) আগামী ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চাকরি মেলা-২০১৬। তৃতীয়বারের মতো এ আয়োজনের চলছে প্রস্তুতি পর্ব।
সূত্র জানায়, ক্যারিয়ার সম্পর্কে শিক্ষার্থী, গ্র্যাজুয়েট ও চাকরিদাতাদের একই মঞ্চে নিয়ে এসে সচেতনতা বৃদ্ধি করাই এ মেলার উদ্দেশ্য। দেশের স্বনামধন্য বেশ কয়েকটি নিয়োগ-প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণ করবে।
এখানে চাকরি প্রার্থীরা যেমন পছন্দসই প্রতিষ্ঠানে জীবনবৃত্তান্ত জমা দিতে পারবে, তেমনি চাকরিদাতারাও পছন্দমতো প্রার্থী বাছাই করতে পারবে। কোনো কোনো প্রতিষ্ঠান আবার তাত্ক্ষণিক সাক্ষাতকারও নেবে।
এছাড়াও থাকছে ক্যারিয়ারবিষয়ক একাধিক সেমিনার, কর্মশালা, প্রতীকী সাক্ষাতকার ও ক্যারিয়ার কাউন্সেলিং। মেলাটি সবার জন্য উন্মুক্ত থাকবে।
সূত্র:জাগোনিউজ২৪.কম