বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ৩৭তম নিয়োগ প্রক্রিয়া শিগগিরই শুরু হতে যাচ্ছে। ফেব্রুয়ারিতে প্রায় ১ হাজার ২০০ পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। ২০১৫ সালের ১৭ নভেম্বর জাতীয় সংসদে মেহজাবিন খালেদের এক প্রশ্নের জবাবে জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ২০১৬ সালের জানুয়ারিতে বিসিএসের ৩৭তম সার্কুলার হওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছিলেন। মঙ্গলবার দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, খালি পদের একটি তালিকা তৈরি করা হয়েছে। কয়েক দিনের মধ্যে এটি প্রধানমন্ত্রীর কাছে অনুমোদনের জন্য পাঠানো হবে। নিয়ম অনুযায়ী, প্রধানমন্ত্রীর অনুমতি পেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিয়োগ প্রক্রিয়া শুরুর জন্য পাবলিক সার্ভিস কমিশনে (পিএসসি) পাঠানো হবে।
বিসিএস প্রস্তুতি নিতে ক্লিক করুন: ৩৭তম বিসিএস প্রস্তুতি টিপস ৩৭বিসিএস মডেল টেস্ট
জানা গেছে, প্রশাসনে ২০০, পররাষ্ট্রে ২২, পুলিশে ১০০, স্বাস্থ্যে ২২০ এবং শিক্ষায় ২৮০সহ প্রায় ১ হাজার ২০০ পদে নিয়োগ হবে। সর্বশেষ ২০১৫ সালের ৩১ মে ২ হাজার ১৮০ পদের জন্য ৩৬তম বিসিএসের বিজ্ঞাপন দেয় সরকার। এর বিপরীতে চলতি মাসের ৮ তারিখ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগে ৩৫তম বিসিএসের প্রিলিমিনারির পর লিখিত পরীক্ষার ফলও প্রকাশ হয়েছে। ৩১ জানুয়ারি থেকে মৌখিক পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। এতে ১ হাজার ৮০৩ জন ক্যাডার নিয়োগ পাবেন। এদিকে গেল বছরের ২৯ আগস্ট ৩৪তম বিসিএসের সব পর্যায় পেরিয়ে ২ হাজার ১৫৯ জনকে নিয়োগের সুপারিশ করেছে পিএসসি।
সূত্র: লেখাপড়া২৪.কম