চৌত্রিশতম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েও যারা ক্যাডার পাননি তাদের প্রথম ও দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগ দিতে আবেদন আহ্বান করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
আবেদনের নির্ধারিত ফরম পূরণ করে আগামী ২০ অক্টোবর থেকে ১১ নভেম্বর সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কমিশনের আগারগাঁওয়ের প্রধান কার্যালয়ে হাতে হাতে তা জমা দিয়ে প্রার্থীদের প্রাপ্তিস্বীকার রশিদ সংগ্রহ করতে বলা হয়েছে।
বৃহস্পতিবার কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “প্রার্থীদের আবেদন পাওয়ার পর প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগ শেষ করে অবশিষ্ট প্রার্থীদের মধ্য থেকে মেধাতালিকা অনুযায়ী দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে।”
বর্তমানে সরকারি, আধা সরকারি, স্বায়ত্ত্বশাসিত বা স্থানীয় সরকার সংস্থায় কেউ নিযুক্ত থাকলে তাদের নিয়োগকারী কর্তৃপক্ষের কাছ থেকে ছাড়পত্রের অনুলিপি বা ইস্তফাপত্র গৃহীত হয়েছে মর্মে প্রত্যয়নপত্র বা অপসারণপত্রের কপি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।
৩৪তম বিসিএসের চূড়ান্ত পরীক্ষায় ছয় হাজার ৫৮৪ জন পাস করলেও এদের মধ্য থেকে দুই হাজার ১৫৯ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করে পিএসসি।
নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা- ২০১০ অনুযায়ী ৩১তম বিসিএস উত্তীর্ণদের মধ্য থেকে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া শুরু করে সরকার।
পরে এই বিধিমালা সংশোধন করে ৩৩তম বিসিএস থেকে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে দ্বিতীয় শ্রেণির পদেও নিয়োগ দেওয়া হচ্ছে।
সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোরটকম