৩৪তম বিসিএস পরীক্ষার ফলাফল কেন বাতিল করা হবে না— তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে রুলে ওই বিসিএসের ভাইবা (মৌখিক) পরীক্ষা কেন পুনরায় নেওয়া হবে না— তাও জানতে চাওয়া হয়েছে।
বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ সোমবার এক রিট আবেদনের শুনানি শেষে এই রুল জারি করেন।
চার সপ্তাহের মধ্যে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান, শিক্ষা সচিব ও আইন সচিবসহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন এ্যাডভোকেট নুর-উস সাদিক। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী এ্যাটর্নি জেনারেল ফরিদা ইয়াসমিন।
এর আগে, গত সপ্তাহে চৌধুরী জাফর শরীফ নামের এক ব্যক্তি ফলাফল বাতিল চেয়ে রিট দায়ের করেন।
এ্যাডভোকেট নুর-উস সাদিক এ বিষয়ে বলেন, ‘নিয়ম ও মেধাক্রম অনুসারে বিসিএস পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে। পিএসসি তা না করে রোল নম্বর অনুসারে ফল প্রকাশ করেছে। এ ছাড়া ক্যাডার পদে মেধা ও কোটার ভিত্তিতে আলাদাভাবে ফল প্রকাশের নিয়ম চালু থাকলেও এবার তা করা হয়নি।’