২০১৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, ২০১৬ সালে ২২ দিন সরকারি ছুটি অনুমোদন করা হয়েছে। এর মধ্যে ১৪ দিন সাধারণ ছুটি এবং ৮ দিন ঐচ্ছিক ছুটি রয়েছে। ১৪ দিন সাধারণ ছুটির মধ্যে ৪ দিন শুক্র ও শনিবারের সাপ্তাহিক অন্তর্ভুক্ত।
এদিকে, ঐচ্ছিক ছুটির ব্যাখ্যায় মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘বাংলা নববর্ষসহ নির্বাহী আদেশে এই ৮ দিন ছুটি দেয়া হবে। এ ছাড়া বিভিন্ন সম্প্রদায়ভুক্ত ধর্মীয় ঐচ্ছিক ছুটি ৩ দিন এবং পার্বত্য অঞ্চলের নৃগোষ্ঠীরা বৈসাবি উৎসব উপলক্ষে ২৯ চৈত্র ও ২ বৈশাখ ২ দিন ছুটি পাবে।
এ ছাড়া ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ১৯৭৯ নালের ৯ এপ্রিল পর্যন্ত এবং ১৯৮২ সালের ২৪ মার্চ থেকে ১৯৮৬ সালের ১১ নভেম্বর পর্যন্ত জারিকৃত কতিপয় অধ্যাদেশ কার্যকরণ আইন ২০১৩ এর তফসিল সংশোধনের বিষয়ে মন্ত্রিসভাকে অবহিত করা হয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।