১৯০১ জনকে নিয়োগ দেবে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়। হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে ১৪টি পদে মোটে এক হাজার ৯০১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারবেন।

পদের নাম

অডিটর, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, ক্যাশিয়ার, কেয়ারটেকার, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, কম্পিউটার মুদ্রাক্ষরিক, টেলিফোন অপারেটর, ড্রাইভার, জুনিয়র অডিটর, ফটোকপি অপারেটর, দপ্তরি, সর্টার, নিরাপত্তা প্রহরী ও অফিস সহায়ক।

পদসংখ্যা

মোট ১৯০১ জন

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক অথবা সমমান/ উচ্চ মাধ্যমিক/ মাধ্যমিক/ অষ্টম শ্রেণি পাস প্রার্থীরা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। ১৮ থেকে অনূর্ধ্ব-৩০বছর পর্যন্ত আবেদন করা যাবে।

বেতন

জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বিভিন্ন গ্রেডে বেতন-ভাতা দেওয়া হবে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের অনলাইনের (http://cga.teletalk.com.bd) মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের সময়সীমা

অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ৫ এপ্রিল, ২০২০ সকাল ১০টায় এবং শেষ হবে ১০ জুলাই, ২০২০ বিকেল ৫ টায়।

সূত্র : https://bit.ly/cgajob1901

বিস্তারিত বিজ্ঞপ্তিতে

http://cga.teletalk.com.bd/doc_new/notice20200617.pdf

http://cga.teletalk.com.bd/doc_new/Auditor.pdf

http://cga.teletalk.com.bd/doc_new/Junior%20Auditor.pdf

http://cga.teletalk.com.bd/doc_new/Others.pdf

http://cga.teletalk.com.bd/doc_new/Office%20Sohayok.pdf

Online Recruitment Process

cga.teletalk.com.bd