মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনে বাস্তবায়নাধীন সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (SESIP)-এর আওতায় শুধুমাত্র প্রোগ্রাম মেয়াদের জন্য সম্পূর্ণ অস্থায়ীভিত্তিতে সাকুল্য বেতনে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হয়েছে।
পদের নামঃ রিসোর্স টিচার (আরটি)
সাকল্য বেতনঃ ২০,৩০০/-
পদের সংখ্যাঃ ১০০০টি।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
০১. যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গণিত/বিজ্ঞান/ইংরেজী বিষয়ে স্নাতক (পাস) (সম্মান)/স্নাতকোত্তর ডিগ্রি।
০২. স্নাতক (পাস) ডিগ্রিধারীগণের গণিত/বিজ্ঞান বিষয়ে কমপক্ষে ৫০% নম্বর/ইংরেজী বিষয়ে কমপক্ষে ৪৫% নম্বর থাকতে হবে।
০৩. আবেদনকারীদের বিএড/ডিপ-ইন-এড/এমএড ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেয়া হবে।
আবেদন অনলাইনে ০৬-১১-২০১৭ থেকে ২১-১১-২০১৭ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।