জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন অর রশিদ আজ বুধবার প্রথম আলোকে এ কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ পরীক্ষায় ১ হাজার ৭৩৩টি কলেজের মোট পরীক্ষার্থী ২ লাখ ১৪ হাজার ৭৩ জন। ৬৮৩টি কেন্দ্রে এই পরীক্ষা হবে। সময়সূচি অনুযায়ী প্রতিদিন বেলা একটা থেকে পরীক্ষা শুরু হবে।
পরীক্ষা সংক্রান্ত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd <http://www.nu.edu.bd> এবং www.nubd.info <http://www.nubd.info> থেকে জানা যাবে।
সূত্র: প্রথম আলো