স্কুল ও মাদ্রাসার শিক্ষকদের ইংরেজি ভাষার ওপর প্রশিক্ষণ দেবে ব্রিটিশ কাউন্সিল। আজ রোববার দুপুরে ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে এ-সংক্রান্ত সমঝোতা স্মারকে সই করে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
সমঝোতায় সই করেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমেদ ও ব্রিটিশ কাউন্সিলের পরিচালক বারবারা উইকহাম।
সমঝোতা সইয়ের ব্যাপারে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, এতদিন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ইংরেজি রিডিং ও রাইটিং (পড়া ও লেখা) দক্ষতার মূল্যায়ন করা হতো। এখন স্পিকিং ও লিসেনিং (বলা ও শোনা) দক্ষতার মূল্যায়ন হবে। এখন থেকে শ্রেণিকক্ষে এই কয়েকটি দক্ষতার নিয়মিত চর্চা করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা ইংরেজি ভাষা পুরোপুরি আয়ত্তে আনতে পারবে। আর শিক্ষার্থীদের শেখানোর জন্য শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণ প্রয়োজন। তারা প্রশিক্ষিত হলে শিক্ষার্থীরাও ভালো করে শিখবে। মন্ত্রী বলেন, ইংরেজি ভাষা এখন প্রযুক্তির মতো, যা আয়ত্ত করার বিকল্প পথ নেই।
শিক্ষামন্ত্রী ব্রিটিশ কাউন্সিল ও সরকারকে এ জন্য ধন্যবাদ জানান।
বারবার উইকহাম বলেন, ইংরেজি ভাষাশিক্ষার ফলে বাঙালি জাতি সমৃদ্ধ হবে। এ জন্য ব্রিটিশ কাউন্সিলকে সুযোগ দেওয়ায় তিনি বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান।