সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর এবং এর আওতাধীন মেডিকেল ইউনিট সমূহে (এএফআইপি, এএফএমআই, এএফএফএন্ড ডি ল্যাবঃ) এ বেসামরিক শূন্য পদসমূহ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে প্রকৃত বাংলাদেশী পুরুষ ও মহিলা নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান করা হয়েছে।
প্রতিষ্ঠান: সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয়
পদ সংখ্যা: ১৪টি
পদসমূহঃ প্রিন্সিপাল রিসার্চ অফিসার (সিজিও-১), সিনিয়র রিসার্চ অফিসার (সিজিও-১), ডিএডিজিএমএস (ইকুইপমেন্ট), প্রশাসনিক কর্মকর্তা (সিজিও-২/১), ফটোমাইক্রোগ্রাফার (সিজিও-১), পরিসংখ্যানবিধ (সিজিও-১), কিউরেটর (সিজিও-১), এনটোমলজিস্ট (সিজিও-১), ডিজাইনার (সিজিও-১), সহকারী লাইব্রেরীয়ান (সিজিও-২), হিসাব রক্ষক (সিজিও-২), ক্যাটালগার (সিজিও-২), আর্টিস্ট (সিজিও-২)
Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জামাদান শুরুর তারিখঃ ২৪ আগষ্ট ২০১৭।
Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখঃ ১৭ সেপ্টেম্বর ২০১৭।
অনলাইনে আবেদনপত্র জমা দিতেঃ ক্লিক করুন
বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখুুনঃ