০১. কোনটিকে চুম্বকে পরিণত করা যায় ?
(ক) তামা
(খ) ইস্পাত
(গ) পিতল
(ঘ) স্বর্ণ
সঠিক উত্তরঃ ইস্পাত
০২. অলটিমিটার কি ?
(ক) তাপ পরিমাপক যন্ত্র
(খ) উষ্ণতা পরিমাপক যন্ত্র
(গ) গ্যাসের চাপ পরিমাপক যন্ত্র
(ঘ) উচ্চতা পরিমাপক যন্ত্র
সঠিক উত্তরঃ উচ্চতা পরিমাপক যন্ত্র
০৩. পৃথিবীর প্রথম বাণিজ্যিক যোগাযোগ কৃত্রিম উপগ্রহ কোনটি ?
(ক) আলিবার্ড হল
(খ) এস্ট্রোলার হল
(গ) ওরেরী হল
(ঘ) কসমস
সঠিক উত্তরঃ আলিবার্ড হল
০৪. সূর্যপৃষ্ঠের উত্তাপ কত ?
(ক) ৬০০০ ডিগ্রি সেন্টিগ্রেড
(খ) ৮০০০ ডিগ্রি সেন্টিগ্রেট
(গ) ১০০০০ ডিগ্রি সেন্টিগ্রেড
(ঘ) ১২০০০ ডিগ্রি সেন্টিগ্রেড
সঠিক উত্তরঃ ৬০০০ ডিগ্রি সেন্টিগ্রেড
০৫. কিসের অভাবে ফসলের পরিপক্কতা বিলম্বিত হয় ?
(ক) দস্তা
(খ) সালফার
(গ) নাইট্রোজেন
(ঘ) পটাশিয়াম
সঠিক উত্তরঃ সালফার
০৬. নবায়নযোগ্য জ্বালানি কোনটি ?
(ক) পরমাণু শক্তি
(খ) কয়লা
(গ) পেট্রোল
(ঘ) প্রাকৃতিক গ্যাস
সঠিক উত্তরঃ কয়লা
০৭. চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখায় কেন ?
(ক) বায়ুমন্ডলীয় প্রতিসরণ
(খ) আলো বিচ্ছুরণে
(গ) অপবর্তনে
(ঘ) দৃষ্টিভ্রমে
সঠিক উত্তরঃ বায়ুমন্ডলীয় প্রতিসরণ
০৮. লাল আলোতে নীল রংয়ের বস্তু কেমন দেখায় ?
(ক) বেগুনি
(খ) সবুজ
(গ) হলুদ
(ঘ) কালো
সঠিক উত্তরঃ কালো
০৯. রেডিও আইসোটেপ ব্যবহৃত হয়-
(ক) কিডনির পাথর গলাতে
(খ) পিত্ত পাথর গলাতে
(গ) গলগন্ড রোগ নির্ণয়ে
(ঘ) নতুন পরমাণু তৈরিতে
সঠিক উত্তরঃ গলগন্ড রোগ নির্ণয়ে
১০. যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয়-
(ক) চন্দ্রগ্রহণ
(খ) সূর্যগ্রহণ
(গ) অমাবস্যা
(ঘ) পূর্ণিমা
সঠিক উত্তরঃ সূর্যগ্রহণ