সাধারণ বিজ্ঞান (২০১৫-০১-১৩)

০১. আগ্নেয় শিলাকে কত প্রকারে ভাগ করা যায়?
(ক) ২ প্রকার
(খ) ৪ প্রকার
(গ) ৩ প্রকার
(ঘ) ৫ প্রকার
উত্তরঃ ৩ প্রকার
০২. পৃথিবীর জমজ নামে পরিচিত শুক্র গ্রহের সূর্যকে প্রদক্ষিণ করতে কত দিন লাগে?
(ক) ৩৮০ দিন
(খ) ৪৮৬ দিন
(গ) ২২৫ দিন
(ঘ) ২১২ দিন
উত্তরঃ ২২৫ দিন
০৩. আমরা আকাশে যে রংধনু দেখি, তার সৃষ্টির কারণ ?
(ক) মেঘ
(খ) অতিবেগুনি রশ্মি
(গ) বৃষ্টির কণা
(ঘ) ধূলিকণা
উত্তরঃ বৃষ্টির কণা
০৪. ডিউটোরিয়াম ট্রিটিয়াম কার আইসোটোপ ?
(ক) নাইট্রোজেন
(খ) হাইড্রোজেন
(গ) কার্বন
(ঘ) অক্সিজেন
উত্তরঃ হাইড্রোজেন
০৫. যে শক্তির বলে অণুতে পরমাণুসমূহ আবদ্ধ থাকে তাকে কি বলে?
(ক) যোজ্যতা
(খ) অষ্টক
(গ) বন্ধন
(ঘ) আয়ন
উত্তরঃ বন্ধন
০৬. VIIA গ্রুপের মৌলসমূহকে একত্রে কি নামে অভিহিত করা হয়?
(ক) ক্ষার ধাতু
(খ) অষ্টক
(গ) বন্ধন
(ঘ)আয়ন
উত্তরঃ বন্ধন
০৭. রাসায়নিক বিক্রিয়ায় পরমাণুসমূহের কী হয়?
(ক) নতুন পরমাণুর সৃষ্টি হয়
(খ) পরমাণু বিলুপ্ত হয়
(গ) হ্যালোজেন
(ঘ)নিষ্ক্রিয় গ্যাস
উত্তরঃ হ্যালোজেন
০৮. কৃত্রিম গি তৈরিতে কোনটি প্রভাবক হিসেবে ব্যবহার করা হয়?
(ক) কপার চূর্ণ
(খ) নিকেল চূর্ণ
(গ) লৌহ চূর্ণ
(ঘ) দস্তা চূর্ণ
উত্তরঃ কপার চূর্ণ
০৯. নিচের কোনটি তড়িৎ বিশ্লেষণ?
(ক) গ্লুকোজ
(খ) অকটেন
(গ) পেট্রোল
(ঘ) এসিড মিশ্রিত পানি
উত্তরঃ অকটেন
১০. ক্যাথোডকে কী বলে?
(ক) ধনাত্মক তড়িৎদ্বার
(খ) নিরপেক্ষ তড়িৎদ্বার
(গ) ঋণাত্মক তড়িৎদ্বার
(ঘ) অ্যামিটার
উত্তরঃ ঋণাত্মক তড়িৎদ্বার