০১. পাস্তুরাইজেশনের মাধ্যমে জীবাণুমুক্ত করা হয়-
উত্তর: দুধকে
০২. কোন তাপমাত্রায় পানির ঘনত্ব সর্বোচ্চ ?
উত্তর: 4°C
০৩. সবচেয়ে বেশি elastic কোনটি ?
উত্তর: ইস্পাত
০৪. গ্যালভানইজিং হলো লোহার ওপর-
উত্তর: দস্তার প্রলেপ
০৫. শীতল রক্তবিশিষ্ট একটি প্রাণী-
উত্তর: ব্যাঙ
০৬. কোনটি ভেক্টর রাশি ?
উত্তর: ভরবেগ
০৭. ক্লোনিং পদ্ধতিতে জন্মগ্রহণকারী ভেড়ার নাম কি?
উত্তর: ডলি
০৮ যে সকল প্রাণী এক মানবদেহ থেকে অন্য মানবদেহে রোগ জিবাণু বহন করে নিয়ে যায় তাদের বলে-
উত্তর: এজেন্ট
০৯. ব্যাকটেরিয়া গঠিত-
উত্তর: লিপিড ও লাইপোপ্রোটিন দ্বারা
১০. রেকটিফায়ার কি কাজে ব্যবহৃত হয়-
উত্তর: তড়িৎ প্রবাহকে একমুখী করে