০১. নিজ কক্ষ পথে এককার আবর্তন করতে পৃথিবীর সময় লাগে-
উত্তরঃ ২৩ ঘণ্টা ৫৬ মিনিট এবং ০৪.০৯ সেকেন্ড
০২. নিউক্লিয়াসের বাইরে যে প্রোটোপ্লাজম থাকে তাকে কি বলে?
উত্তরঃ সাইটোপ্লাজম
০৩. জেনেটিক্স-এর জনক কে?
উত্তরঃ মেন্ডেল
০৪. পানির জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয়-
উত্তরঃ শুশুক
০৫. সর্বপ্রথম যে উফশী ধান চালু হয়ে এখনো বর্তমান রয়েছে তা হলো-
উত্তরঃ ইরি-৮
০৬. কোন রক্তের গ্রুপকে ‘সর্বজনীন দাতা’(Universal Donar) লা হয়?
উত্তরঃ গ্রুপ-ও
০৭. মোটামুটিভাবে সম্পূর্ণ বা আদর্শ খাদ্য বলা যায়-
উত্তরঃ দুধকে
০৮. বাংলাদেশে কবে প্রথম গ্যাস উত্তোলন করা হয়?
উত্তরঃ ১৯৫৭
০৯. কাচ তৈরির প্রধান কাঁচামাল হলো-
উত্তরঃ বালি
১০. কোনটি তেজস্ক্রিয় পদার্থ নয়?
উত্তরঃ লৌহ