০১. নিঝুম দ্বীপের আয়তন কত?
ক. ৮০ বঃ মিঃ
খ. ৮২ বঃ মিঃ
গ. ৯০ বঃ মিঃ
ঘ. ৯১ বঃ কিঃ মিঃ
০২. অপরাজেয় বাংলার স্থপতি কে?
ক. সৈয়দ আব্দুল্লাহ খালেদ
খ. হামিদুজ্জামান
গ. হামিদুর রহমান
ঘ. অস্কার বাদল
০৩. বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?
ক. লর্ড কার্জন
খ. লর্ড ওয়েলেসলি
গ. লর্ড হার্ডিঞ্জ
ঘ. লর্ড ডালহৌসি
০৪. পার্বত্য চট্টগ্রামে কয়টি জেলা আছে?
ক. ৩টি
খ. ৪টি
গ. ৫টি
ঘ. ৭টি
০৫. রাজারবাগ পুলিশ লাইনসে ‘দুর্জয়’ ভাস্কর্যটির শিল্পী কে?
ক. হামিদুর রহমান
খ. মৃণাল হক
গ. শামীম শিকদার
ঘ. নভেরা আহমেদ
০৬.বর্তমান বাংলাদেশের মাথাপিছু আয় কত?
ক. ১৩১৪ ডলার
খ. ৭৭০ ডলার
গ. ১০৭০ ডলার
ঘ. ১৭৭০ ডলার
০৭. প্রস্তাবিত পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কি. মি.?
ক. ৫.০৩
খ. ৬.০৩
গ. ৬.১৫
ঘ. ৬.৮
০৮. সেন্টমার্টিন দ্বীপের আয়তন কত বর্গকিলোমিটার?
ক. ৮
খ. ১০
গ. ১২
ঘ. ১৪
০৯. ভারতীয় লোকসভার নির্বাচিত সদস্যসংখ্যা কত?
ক. ৫৪৩
খ. ৫৪৫
গ. ৪১৫
ঘ. ৫৪০