০১. পঞ্চম আদমশুমারি তথ্য অনুযায়ী, জনসংখ্যায় দেশের ক্ষুদ্রতম জেলা কোনটি?
ক. বান্দরবান
খ. ঢাকা
গ. নারায়নগঞ্জ
ঘ. সিলেট
উত্তর: বান্দরবান
০২. WHO- এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. জেনেভা, সুইজারল্যান্ড
খ. মন্ট্রিল, কানাডা
গ. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
ঘ. নয়াদিল্লী, ভারত
উত্তর: জেনেভা, সুইজারল্যান্ড
০৩. ২০১৬ সালের ইউরো ফুটবলের আয়োজক কোন দেশ?
ক. ইতালি
খ. স্পেন
গ. জার্মানি
ঘ. ফ্রান্স
উত্তর: ফ্রান্স
০৪. বাংলাদেশের উপর দিয়ে যে ভৌগোলিক কাল্পনিক রেখা গেছে তার নাম কি?
ক. বিষুব রেখা
খ. দ্রাঘিমা রেখা
গ. কর্কটক্রান্তি রেখা
ঘ. মকরক্রান্তি রেখা
উত্তর: কর্কটক্রান্তি রেখা
০৫. পদ্মা ও যমুনা নদী কোথায় মিলিত হয়েছে?
ক. ভোলা
খ. চাঁদপুর
গ. সিরাজগঞ্জ
ঘ. গোয়ালন্দ
উত্তর: গোয়ালন্দ
০৬. ছয়-দফা দাবী প্রথম উত্থাপন করা হয় কোথায়?
ক. ঢাকায়
খ. চট্র্রগ্রামে
গ. লাহোরে
ঘ. ইসলামাবাদে
উত্তর: লাহোরে
০৭. ‘ব্রিশাইল’ কি?
ক. উন্নত জাতের ধান
খ. নদীর নাম
গ. উন্নত জাতের গম
ঘ. উন্নত জাতের পাট
উত্তর: উন্নত জাতের ধান
০৮. বাংলাদেশের লোকশিল্প যাদুঘর কোথায় অবস্থিত?
ক. চট্র্রগ্রামে
খ. বগুড়ায়
গ. সোনারগাঁয়ে
ঘ. রাঙ্গামাটিতে
উত্তর: সোনারগাঁয়ে
০৯. ‘বাংলা একাডেমি’ পুরস্কার কত সাল থেকে প্রবর্তন করা হয়?
ক. ১৯৬০ সাল
খ. ১৯৫০ সাল
গ. ১৯৭০ সাল
ঘ. ১৯৮০ সাল
উত্তর: ১৯৬০ সাল
১০. বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
ক. ১৩২তম
খ. ১৩৬তম
গ. ১৩৭তম
ঘ. ১৩৯তম
উত্তর: ১৩৬তম