০১. বিশ্বকাপ ফুটবল শুরু হয় কবে?
উত্তরঃ উরুগুয়ে 1930 সালে।
০২. প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয় কত সালে?
উত্তরঃ ১৯৮৪ সালে।
০৩. বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়?
উত্তরঃ রংপুর।
০৪. সিএনএসএ কোন দেশের মহাকাশ সংস্থা?
উত্তরঃ চীন।
০৫. মঙ্গোলিয়ার রাজধানীর নাম কি?
উত্তরঃ উলানবাটোর।
০৬. সিল্করোড মহাসড়ক কোথায় অবস্থিত?
উত্তরঃ চীন ও পাকিস্তানের মধ্যে।
০৭. আল জাজিরা কোন দেশ ভিত্তিক স্যাটেলাইট চ্যানেল?
উত্তরঃ কাতার।
০৮. বাংলাদেশ ইসলামী সম্মেলন সংস্থার সদস্যপদ লাভ করে কত সালে?
উত্তরঃ ১৯৭৪ সালে।
০৯. পোল্যান্ডের পার্লামেনেটর নাম কি?
উত্তরঃ সীম।
১০. বিমসটেক প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তরঃ ৬ জুন ১৯৯৭ সালে।