১. প্রশ্ন : কত খ্রিস্টাব্দে নবাব সিরাজুদ্দৌলা ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করেন?
উত্তর : ২০ জুন ১৭৫৬।
২. প্রশ্ন : কোন সালে নবাব আলীবর্দী খানের মৃত্যু হয়?
উত্তর : ১৭৫৬ সালে।
৩. প্রশ্ন : পলাশীর যুদ্ধ কবে সংঘটিত হয়?
উত্তর : ২৩ জুন ১৭৫৭।
৪. প্রশ্ন : নবাব সিরাজুদ্দৌলা কোন খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তর : ১৭৩৩ খ্রিস্টাব্দে।
৫. প্রশ্ন : নবাব মীর কাশিম ও ইংরেজদের মধ্যে কোন সালে যুদ্ধ বাধে?
উত্তর : ১৭৬৪ সালে।
৬. প্রশ্ন : ছিয়াত্তরের মন্বন্তর কখন হয়েছিল?
উত্তর : ১১৭৬ বাংলা, ১৭৭০ ইংরেজি সালে।
৭. প্রশ্ন : পঞ্চাশের মন্বন্তর কখন হয়েছিল?
উত্তর : ১৩৫০ বাংলা, ১৯৪৩ ইংরেজি সালে।
৮. প্রশ্ন : ‘অন্ধকূপ হত্যাকাণ্ড’ কখন সংগঠিত হয়েছিল?
উত্তর : ১৭৫৬ সালে।
৯. প্রশ্ন : কলকাতা নগরী প্রতিষ্ঠিত হয় কোন সালে?
উত্তর : ১৬৯০ সালে।
১০. প্রশ্ন : বর্গী নামে কারা পরিচিতি ছিল?
উত্তর : মারাঠারা।
১১. প্রশ্ন : কে বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে স্থানান্তর করেন?
উত্তর : নবাব মীর কাশিম।
১২. প্রশ্ন : ইংরেজদের সাথে মীর কাশিমের যুদ্ধ সংঘটিত হয়েছিল কোথায়?
উত্তর : বক্সারে।
১৩. প্রশ্ন : বক্সারের যুদ্ধ হয়েছিল কোন সালে?
উত্তর : ১৭৬৪ সালে।
১৪. প্রশ্ন : আদালতে ফরাসি ভাষার পরিবর্তে দেশীয় ভাষার প্রচলন করেন কোন ইংরেজ শাসক?
উত্তর : লর্ড বেন্টিঙ্ক।
১৫. প্রশ্ন : সতীদাহ প্রথার বিলোপ সাধন করেন কে?
উত্তর : লর্ড বেন্টিঙ্ক।
১৬. প্রশ্ন : ব্রিটিশ বিরোধী সিপাহী বিদ্রোহ কোথায় সংঘটিত হয়?
উত্তর : বঙ্গদেশের ব্যারাকপুরে।
১৭. প্রশ্ন : ব্রিটিশ বিরোধী সিপাহী বিদ্রোহ কোন সালে সংঘটিত হয়?
উত্তর : ১৮৫৭ সালের ৯ মার্চ।
১৮. প্রশ্ন : সিপাহী বিদ্রোহের পর ইংরেজরা সম্রাট ২য় বাহাদুর শাহ জাফরকে কোথায় নির্বাসন দেন?
উত্তর : মায়ানমারে।
১৯. প্রশ্ন : মোঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরের সমাধি কোথায় অবস্থিত?
উত্তর : মায়ানমারে।
২০. প্রশ্ন : উপমহাদেশের সর্বশেষ ব্রিটিশ গভর্নর কে ছিলেন?
উত্তর : লর্ড মাউন্ট ব্যাটেন।
২১. প্রশ্ন : ইংরেজরা বাংলায় প্রথম কোন স্থানে কুঠি স্থাপন করে?
উত্তর : সুরাটে।
২২. প্রশ্ন : কে শান্তিপূর্ণ বাণিজ্যনীতি পরিত্যাগ করে বন্দর আক্রমণ করে?
উত্তর : ইংরেজ নৌবাহিনীর জন চাইল্ড।
২৩. প্রশ্ন : বাংলায় ইংরেজদের কোন কুঠিটি সবচেয়ে সুরক্ষিত ছিল?
উত্তর : ফোর্ট উইলিয়াম।
২৪. প্রশ্ন : মোঘল সম্রাটের সাথে ইংরেজদের সন্ধি হয় কোন সালে?
উত্তর : ১৬৬০ সালে।
২৫. প্রশ্ন : কলকাতা নগরী কে প্রতিষ্ঠা করেন?
উত্তর : ইংরেজ কর্মচারী জন চার্নক।
২৬. প্রশ্ন : ইংরেজরা কোন সালে বাংলা আক্রমণ করে?
উত্তর : ১৬৮৬ সালে।
২৭. প্রশ্ন : ইংরেজরা কবে কলকাতা অধিকার করে?
উত্তর : ০২ জানুয়ারি ১৭৫৭।
২৮. প্রশ্ন : উপমহাদেশের প্রথম ব্রিটিশ গভর্নর কে ছিলেন?
উত্তর : লর্ড ক্লাইভ।
২৯. প্রশ্ন: দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তণ করেন কে?
উত্তর : লর্ড ক্লাইভ।
৩০. প্রশ্ন : দ্বৈত শাসন ব্যবস্থা কবে চালু হয়?
উত্তর : ১৭৬৭ সালে।
৩১. প্রশ্ন : দ্বৈত শাসন ব্যবস্থায় শাসন কর্তৃত্ব কার ওপর ন্যাস্ত হয়?
উত্তর : নবাবের ওপর।
৩২. প্রশ্ন : দ্বৈত শাসন ব্যবস্থায় রাজস্ব আদায়ের দায়িত্ব কার ওপর ন্যাস্ত হয়?
উত্তর : লর্ড ক্লাইভ।
৩৩. প্রশ্ন : বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা কে রহিত করেন?
উত্তর : ওয়ারেন হেস্টিংস।
৩৪. প্রশ্ন : নিলাম সূত্রে কে জমি বন্দোবস্তের প্রথা চালু করেন?
উত্তর : ওয়ারেন হেস্টিংস।
৩৫. প্রশ্ন : ওয়ারেন হেস্টিংস কবে বাংলার গভর্নর জেনারেল নিযুক্ত হন?
উত্তর : ১৭৭২ সালে।
৩৬. প্রশ্ন : চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তণ করেন কে?
উত্তর : লর্ড কর্নওয়ালিস।
৩৭. প্রশ্ন : চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে প্রবর্তণ করা হয়?
উত্তর : ১৭৯৩ সালে।
৩৮. প্রশ্ন : কে বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে কলকাতায় স্থানান্তর করেন?
উত্তর : ওয়ারেন হেস্টিংস।
৩৯. প্রশ্ন : উপমহাদেশে সর্বপ্রথম ‘রাজস্ব বোর্ড’ স্থাপন করেন কোন ইংরেজ শাসক?
উত্তর : ওয়ারেন হেস্টিংস।
৪০. প্রশ্ন : পাঁচশালা বন্দোবস্তের কে প্রবর্তণ করেন?
উত্তর : ওয়ারেন হেস্টিংস।