০১. ‘মালালা ৩১৬২০১’ কি?
উত্তরঃ মালালা ইউসফজাঈ-এর নামে নামকরণকৃত গ্রহাণু। এ গ্রহাণুটির আবিষ্কারক অ্যামি মেইনজার।
০২. ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর ইরানের প্রথম নারী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান কে?
উত্তরঃ মারজিয়েহ আফখাম।
০৩. মার্কিন যুক্তরাষ্ট্র কবে কিউবাকে সন্ত্রাসবাদ মদদদাতা অর্থাৎ কালো তালিকাভুক্ত দেশের তালিকায় অন্তর্ভুক্ত করে?
উত্তরঃ ১৯৮২ সালে।
০৪. এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক(AIIB)-এর প্রতিষ্ঠাতা দেশ কতটি?
উত্তরঃ ৫৭টি।
০৫. AIIB এর পূর্ণরূপ কি?
উত্তরঃ Asian Infrastructure Investment Bank.
০৬. বিশ্ব ব্যাংকের তথ্য অনুসারে, রেমিট্যান্স আয়কারী দেশের তালিকায় শীর্ষস্থান কোন দেশ?
উত্তরঃ ভারত; দ্বিতীয় চীন।
০৭. সম্প্রতি চীন কোন দ্বীপপুঞ্জে কংক্রিটের রানওয়ে নির্মাণ শুরু করেছে?
উত্তরঃ স্প্রাটালি দ্বীপপুজ্ঞে।
০৮. নেপালের পঞ্চায়েত ব্যবস্থার অধীনে নির্বাচিত প্রথম প্রধানমন্ত্রীর নাম কি?
উত্তরঃ সূর্য বাহাদুর থাপা।
০৯. জাতিসংঘ ও বিশ্বব্যাংক কোন সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়ার পরিকল্পনা গ্রহণ করেছে?
উত্তরঃ ২০৩০ সাল।
১০. সেলফি স্টিক-এর উদ্ভাবক কে?
উত্তরঃ হিরোশি উয়েদা; ১৯৮৩ সালে।