০১. ইংল্যান্ডের রানীর সরকারী বাসভবনের নাম কি?
উত্তরঃ উইন্ডসর ক্যাসেল বা পিংক হাউজ।
০২. আমেরিকাকে ‘স্ট্যাচু অব লিবার্টি’ কোন দেশ উপহার হিসেবে দেয়?
উত্তরঃ ফ্রান্স।
০৩. চীনের প্রাচীরের দৈর্ঘ্য কত কি. মি.?
উত্তরঃ ৬৪০০ কি. মি. / ৪০০০ মাইল।
০৪. আইফেল টাওয়ারের উচ্চতা কত?
উত্তরঃ ৩০০.০৮ মিটার / ৯৮৫ ফুট।
০৫. বিশ্বের সপ্তাশ্চর্যের একটি ‘পেত্রা নগরী’ কোথায় অবস্থিত?
উত্তরঃ জর্ডানে।
০৬. ভাসমান মসজিদ অবস্থিত কোথায়?
উত্তরঃ কাসাব্লাংকা, মরক্কো।
০৭. ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয় কেন?
উত্তরঃ ইংরেজ ম্যজিস্ট্রেট কিংস ফোর্ডকে হত্যার উদ্দেশ্যে বোমা নিক্ষেপের দায়ে।
০৮. বাংলার প্রথম মূখ্যমন্ত্রী কে ছিলেন?
উত্তরঃ এ.কে ফজলুল হক।
০৯. বঙ্গভঙ্গকে কেন্দ্র করে কোন বিখ্যাত রাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটে?
উত্তরঃ মুসলিম লীগ।
১০. Grand Old Man of India নামে খ্যাত কোন ব্যক্তি?
উত্তরঃ দাদা ভাই নওরোজী।