০১. জনসংখ্যা ও আয়তনের ভিত্তিতে সার্কভুক্ত কোন দেশটি সবচেয়ে ছোট?
(ক)শ্রীলংকা (খ) ভুটান (গ) মালদ্বীপ (ঘ) নেপাল
উত্তরঃ মালদ্বীপ
০২. কোনটি দক্ষিণ এশিয়ার দেশ নয়?
(ক)আফগানিস্তান (খ) ভুটান (গ) মালদ্বীপ (ঘ) মায়ানমার
উত্তরঃ মায়ানমার
০৩. ‘ফালুজা’ শহরটি কোন দেশে অবস্থিত?
(ক) ইরাক (খ) সিরিয়া (গ) লিবিয়া (ঘ)ইরান
উত্তরঃ ইরাক
০৪. আচেহ প্রদেশটি কোন দেশের অংশ?
(ক)মালেয়শিয়ার (খ) ইন্দোনেশিয়ার (গ) থাইল্যান্ডের (ঘ)মিয়ানমারের
উত্তরঃ ইন্দোনেশিয়ার
০৫. নিচের দেশগুলোর মধ্যে কোনটি নগর রাষ্ট্র ?
(ক)জাথারে (খ) ইথিওপিয়া (গ) সিঙ্গাপুর (ঘ)আলাস্কা
উত্তরঃ সিঙ্গাপুর
০৬. ভেনিজুয়েলা প্রজাতন্ত্র কোন মহাদেশের অন্তর্ভুক্ত ?
(ক)আফ্রিকা (খ) ইউরোপ (গ) দক্ষিণ আমেরিকা (ঘ)এশিয়া
উত্তরঃ দক্ষিণ আমেরিকা
০৭. হোয়াইট হাউজ কোন শহরে অবস্থিত ?
(ক)নিউইয়র্কে (খ) ওয়াশিংটনে (গ) শিকাগোতে (ঘ)হনলুলুতে
উত্তরঃ ওয়াশিংটনে
০৮. যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারের ধ্বংসস্তুপ অঞ্চলটি কি নামে পরিচিত?
(ক) ডেড সিটি (খ) ফেয়ার ফিল্ড (গ) গ্রাউন্ড জিরো (ঘ) ডেড ভ্যালি
উত্তরঃ গ্রাউন্ড জিরো
০৯. পলমল কী?
(ক) লন্ডনের একটি রাজপথের নাম (খ) বিখ্যাত একটি রেল স্টেশন (গ) একটি বার্তা সংস্থা (ঘ) ইংল্যান্ডের একটি স্কুলের নাম
উত্তরঃ লন্ডনের একটি রাজপথের নাম
১০. আনুষ্ঠানিকভাবে দুই জার্মানি একত্রিত হয়-
(ক) ২ অক্টোবর, ১৯৯০ (খ) ৩ অক্টোবর, ১৯৯০ (গ)৪ নভেম্বর, ১৯৯০ (ঘ) ৫ ডিসেম্বর, ১৯৯০
উত্তরঃ ৩ অক্টোবর, ১৯৯০