সরকারি হাইস্কুল ভর্তি ফরম অনলাইনে

রাজধানীর সরকারি হাইস্কুলগুলোতে ২০১৫ শিক্ষাবর্ষে ভর্তির আবেদনপত্র এ বছর অনলাইনে ছাড়া হবে।

আগামী ২ ডিসেম্বর (১ ডিসেম্বর দিবাগত রাত ১২ টা ১ মিনিট থেকে) অনলাইনে এই আবেদন বিতরণ ও জমার কাজ শুরু হয়ে চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত।

400_100787_0

প্রতিটি আবেদন ফরমের মূল্য ধরা হয়েছে ১৫০ টাকা। এবার আবেদন ফরমের মূল্য ৫০ টাকা বৃদ্ধি করা হয়েছে।

রাজধানীতে পুরাতন ২৪টি ও নতুন আটটি মোট ৩২টি সরকারি হাইস্কুল রয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক এলিয়াস হোসেন জানান, ৩২টি বিদ্যালয়ের মধ্যে ১৪টি তে প্রথম শ্রেণি রয়েছে। মাউশির সিদ্ধান্ত অনুসারে প্রথম শ্রেণি থাকা ১৪টি বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে ভর্তির জন্য লটারি অনুষ্ঠিত হবে ২৭ ডিসেম্বর।

মাউশির পরিচালক বলেন, এ ছাড়া সবগুলো বিদ্যালয়কে তিনটি গুচ্ছ করে দ্বিতীয় শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষা হবে যথাক্রমে ১৭, ১৮ ও ২০ ডিসেম্বর। বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে।