তুরস্কে নামকরা বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপের সুযোগ দিয়েছে তুরস্কের সরকার। দেশটির নামকরা বিশ্ববিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীরা বিনা পয়সায় পড়াশেনার সুযোগ পাবে। অাবার মাসে মাসে টাকাও দেয়া হবে। ফ্রি থাকা-খাওয়ার ব্যবস্থাও করবে দেশটির সরকার। অাবার বিমানে দেশে আসা-যাওয়ার খরচও বহন করবে। চলুন জেনে নেই বিস্তারিত :
কোর্স লেভেল : অান্ডারগ্র্যাজুয়েট, মাস্টার্স ও পিএইচডি ডিগ্রির জন্য স্কলারশিপ দেয়া হচ্ছে।
যেসব বিষয়ে পড়াশোনা করা যাবে : যে কোন বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে।
যা পাবেন : স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীকে নিম্নলিখিত সুযোগ সুবিধা দেয়া হবে।
১. আন্ডারগ্র্যাজুয়েটের জন্য প্রতিমাসে ৬০০ Turkish Lira যা বাংলাদেশী টাকায় ১৬ হাজার টাকা। মাস্টার্সের জন্য ৮৫০ Turkish Lira যা বাংলাদেশী টাকায় ২২ হাজার ৯০০ টাকা ও পিএইচডির জন্য ১২০০ Turkish Lira যা বাংলাদেশি টাকায় ৩২ হাজার টাকা প্রদান করা হবে।
২. পুরো টিউশন ফি
৩. এক বছরের Turkish language course এর খরচ
৪. বিনা পয়সার থাকা-খাওয়ার ব্যবস্থা
৫. বিমানের টিকিট (Round-trip)
৬. হেলথ ইন্স্যুরেন্স
আবেদনের শেষ সময় : ৩১ মার্চের মধ্যে আবেদন করতে হবে।
যেভাবে আবেদন করবেন : এপ্লিকেশন ফর্মের জন্য ক্লিক করুন : https://tbbs.turkiyeburslari.gov.tr/
স্কলারশিপের লিংকের জন্য ক্লিক করুন : http://www.turkiyeburslari.gov.tr/index.php/en/haberler/799-2016-turkiye-burslari-basvurulari-basliyor- –