রয়োদশ শিক্ষক নিবন্ধনের কলেজ পর্যায়ের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৭ মে । একই দিনে চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চতুর্থ ধাপে ৭৪৩ ইউপিতে ভোট গ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)। এতে বিপাকে পড়েছেন স্কুল-মাদ্রাসার হাজার হাজার শিক্ষকসহ আবেদনকারীরা।
মো. কামরুল হুদা নামে হাইস্কুলের একজন সহকারী শিক্ষক দৈনিক শিক্ষা ডটকমকে বলেন, ‘একই দিনে পরীক্ষা ও নির্বাচন হওয়ায় আমরা শিক্ষকরা সমস্যায় পড়ে গেছি। নির্বাচনের দায়িত্ব পালন করবো নাকি পরীক্ষায় অংশ নিবো এ নিয়ে সিদ্ধান্তহীনতায় আছি’।
সিলেটের বিশ্বনাথ উপজেলা থেকে রফিকুল ইসলাম নামে একজন মাদ্রাসা শিক্ষক বলেন, ‘এখন দাখিল মাদ্রাসায় শিক্ষকতা করছি, প্রভাষক পদে পরীক্ষায় অংশ নিবো। কিন্তু নির্বাচনের কারণে পরীক্ষায় অংশ নিতে পারবো কিনা তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছি।
এ বিষয়ে দৈনিক শিক্ষার প্রশ্নের জবাবে শিক্ষা মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব বলেন, ‘এবিষয়টি আমরা আগে ভেবে দেখি নাই’।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, পরীক্ষার দিন ৭ মে ঢাকার নবাবগঞ্জ উপজেলা, গাজীপুরের কালিয়াকৈর, মানিকগঞ্জের সাটুরিয়া, মুন্সিগঞ্জের টংগীবাড়ী, গোপালগঞ্জের মুকসুদপুর, কিশোরগঞ্জের ভৈরব, জামালপুরের মাদারগঞ্জ, টাঙ্গাইলের মধুপুর, নরসিংদীর রায়পুরা, নেত্রকোনার বারহাট্টা, ফরিদপুরের মধুখালী, মাদারীপুরের রাজৈর, ময়মনসিংহ সদর ও ফুলবাড়ীয়া, রাজবাড়ী সদর ও পাংশা, শেরপুর সদর চট্টগ্রামের হাটহাজারী, কক্সবাজারের চকরিয়া, কুমিল্লার মনোহরগঞ্জ, চৌদ্দগ্রাম, চান্দিনা ও ব্রাহ্মণপাড়া, চাঁদপুরের শাহারাস্তি ও মতলব, বি-বাড়িয়ার বিজয়নগর, ফেনীর ছাগলনাইয়া, লক্ষ্মীপুরের রায়পুর, নোয়াখালীর