শিক্ষকদের সর্বোচ্চ সম্মান দিতে হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের সম্মানহানি করে এমন কাজের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

NurulIslamNahid1431249682

বুধবার সকালে বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো ব্যানবেইসের হলরুমে ঢাকা বিভাগীয় পর্যায়ের শিক্ষা বিষয়ক একটি কর্মশালায় তিনি বক্তব্য রাখেন। এ সময় শিক্ষার মানোন্নয়নে গুণগত শিক্ষদের গুরুত্বের কথাও তুলে ধরেন শিক্ষামন্ত্রী।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট এর উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন এনজিও সংগঠনের প্রায় ১০০ জন প্রশিক্ষণার্থী অংশ নেয়। দেশে শিক্ষার আলো ব্যাপকভাবে ছড়িয়ে দিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দিক নির্দেশনা দেন বক্তারা। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা সচিব নজরুল ইসলাম খান।

এ সময় শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষকদের সর্বোচ্চ মর্যাদা দিয়ে তাদের কাজকে সহজ করে দিতে হবে। একই সাথে যারা শিক্ষকতা পেশার মর্যাদা রক্ষা করতে পারে না তারা শিক্ষক নয়। সুতরাং তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করবো।’