রাজশাহী বিভাগের কিছু তথ্য

Map_of_Rajshahi_Division
০১. রাজশাহী বিভাগ কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৪৭ সালে।
০২. রাজশাহী বিভাগ বাংলাদেশের কততম বিভাগ ?
উত্তরঃ ৩য়।
০৩. রাজশাহী বিভাগের আয়তন কত?
উত্তরঃ ১৮,১৭৭ বর্গ কি. মি.।
০৪. রাজশাহী বিভাগের লোকসংখ্যা কত?
উত্তরঃ ১,৯২,২৫,৯০৯ জন। পুরুষ: ৯৬,২৮,২৯০ জন এবং মহিলা: ৯৫,৯৭,৬১৯ জন।
০৫. রাজশাহী বিভাগের জনসংখ্যার ঘনত্ব কত?
উত্তরঃ ১০১৮ জন।
০৬. রাজশাহী বিভাগের জনসংখ্যা বৃদ্ধির হার কত?
উত্তরঃ ১.২১%।
০৭. রাজশাহী বিভাগের স্বাক্ষরতার হার কত?
উত্তরঃ ৪৮%।
০৮. রাজশাহী বিভাগে কয়টি জেলা আছে?
উত্তরঃ ৮টি।
০৯. রাজশাহী বিভাগের ক্ষুদ্রতম জেলা কোনটি?
উত্তরঃ জয়পুরহাট।
১০. রাজশাহী বিভাগের বৃহত্তম জেলা কোনটি?
উত্তরঃ নওগাঁ।
১১. রাজশাহী বিভাগের জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি?
উত্তরঃ ৩৯টি।
১২. রাজশাহী বিভাগের জনসংখ্যার অনুপাত কত?
উত্তরঃ পুরুষ ১০০ : মহিলা ১০০।