উন্নত বিশ্বের বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ালেখা করে উচ্চতর ডিগ্রি লাভের প্রত্যাশা কার না থাকে। মনের কোণে এ ধরণের বাসনা লালনা করে না এমন শিক্ষার্থী খুঁজে পাওয়া দুষ্কর। আর এ বাসনাকে বাস্তবে রূপ দেওয়ার সুযোগ করে দিচ্ছে যুক্তরাজ্যের বিখ্যাত ওয়েস্টমিনিস্টার বিশ্ববিদ্যালয়। উন্নয়নশীল দেশগুলোর শিক্ষার্থীদের থেকে আন্ডারগ্রাজুয়েট তথা অনার্স কোর্সে পড়ার জন্যে আবেদনপত্র আহবান করেছে বিশ্ববিদ্যালয়টি।
বিশ্ববিদ্যালয় পরিচিতি:
ওয়েস্টমিনিস্টার বিশ্ববিদ্যালয় যুক্তরাজ্যের প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম। মানসম্মত শিক্ষা ও গবেষণা কাজের জন্যে বিশ্বজুড়ে এ বিশ্ববিদ্যালয়ের সুনাম রয়েছে। ফলে সারা বিশ্বেরে বিশ্ববিদ্যালয়গুলোর আন্তর্জাতিক র্যাংকিংএ প্রতিবারই প্রথম দিকে জায়গা করে নেয় বিশ্ববিদ্যালয়টি। ওয়েস্ট মিনিস্টার বিশ্ববিদ্যালয় যুক্তরাজ্যের লন্ডন শহরে অবস্থিত।
বিষয়:
ওয়েস্টমিনিস্টার বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের সকল বিষয় এ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর জন্য উন্মুক্ত।
কোর্স লেভেল: আন্ডারগ্রাজুয়েট তথা সম্মান।
বৃত্তি প্রদানকারী: ওয়েস্টমিনিস্টার বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্য
যোগ্যতা: আবেদনকারীকে আন্ডারগ্রাজুয়েটে পড়ার জন্য প্রয়োজনীয় যোগ্যতার অধিকারী হতে হবে। অবশ্যই উন্নয়নশীল দেশের নাগরিক হতে হবে ।
বৃত্তির বর্ণনা: ওয়েস্টমিনিস্টার বিশ্ববিদ্যালয় থেকে যে স্কলারশীপ গুলো দেয়া হয় এটি তার মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ। প্রতিবছর শত শত শিক্ষার্থী বৃত্তি নিয়ে ওয়েস্টমিনিস্টার বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছে ।
সুযোগি-সুবিধা:
সকল প্রকারের টিউশন ফি ফ্রি।
আবাসন ব্যবস্থা।
বসবাসের যাবতীয় খরচ কর্তৃপক্ষ বহন করবে।
নির্বাচন পদ্ধতি: মেধা, অর্থনৈতিক অবস্থা ও অন্যান্য যোগ্যতার ভিত্তিতে এ বৃত্তি দেয়া হবে।
আবেদন প্রক্রিয়া: শিক্ষার্থীকে সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে।
বিস্তারিত তথ্য ও আবেদন করার জন্য নিচের লিংক ব্রাউজ করুন।