বেসরকারী স্কুল, কলেজ ও মাদ্রাসার(এনটিআরসিএ) কর্তৃক নিবন্ধনকৃত শিক্ষকদের ব্যাপারে বাদী চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের এনটিআরসিএ কর্তৃক সনদধারী মো: আব্দুল্লাহ সহ ১শ ৮০জন বেসরকারী শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিসিআরএ)এর বিরুদ্ধে সুপ্রীমকোর্টের হাইকোট বিভাগে একটি রীট পিটিশন দায়ের করেন।
যাহার রীট নং ৬৬১৬/২০১৭ইং। উক্ত রিট পিটিশনটি ১৪-০৫-১৭ইংতারিখে হাইকোট বিভাগের বিচারপতি কাজী রেজাউল হক এবং বিচারপতি মোহাম্মদ উল্লাহ নেতৃত্বে শুনানী শেষে এনটিআরসিএর বিরুদ্ধে ৪ সপ্তাহের রুল জারী করেন। উক্ত রুলে উল্লেখ করেন যে এনটিআরসিএ কর্তৃক সদনপ্রাপ্ত সকল রীট কারীদের কেন মেধা তালিকার ভিত্তিতে সমগ্র বাংলাদেশের বেসরকারী স্কুল,কলেজ ও মাদ্রাসায় বেসরকারী শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন ও কর্তৃকপক্ষ বিধিমালা ২০০৬ (সংশোধিত /২০১৫) মোতাবেক নিয়োগ প্রদান করা হবে না।বাদীর পক্ষে মামলাটি পরিচালনা করেন সুপ্রীম কোর্টের এ্যাডভোকেট মোহা:খাইরুল আলম।