সুবিধা বঞ্চিত প্রতিটি শিশুর মাঝেই রয়েছে প্রতিভা। আছে সকলের মত হাজারো স্বপ্ন। অযত্ন অবহেলা সমাজে এদের ভালো ভাবে বেঁড়ে উঠার পথের অন্তরায়। শিক্ষার আলো অবহেলিত ও ছিন্নমূল শিশুদের মাঝে ছড়িয়ে দিতে বিরতিহীন ভাবে কাজ করে যাচ্ছে মাস্তুল ফাউন্ডেশন । বর্তমানে তাদের সাথে Education পার্টনার হিসেবে যুক্ত হলো Educarnival.com। ঢাকার রায়ের বাজারের বদ্ধভুমির নিকটে ছিন্নমূল শিশুদের নিয়ে মাস্তুল ফাউন্ডেশন গড়ে তুলেছে ”মাস্তুল মাতৃছায়া স্কুল”।
গত ২৬ জুন ২০১৬ তারিখে ”মাস্তুল মাতৃছায়া স্কুল”-এর শিশুদের নিয়ে আয়োজন করা হয় ইফতারি এবং ঈদ উপলক্ষে দেয়া হয় ঈদের নতুন জামা। সেখানে উপস্থিত ছিলেন এডুকার্নিভাল(www.educarnival.com)-এর পক্ষ থেকে জাকারিয়া করিম সৈকত এবং আতিকুর রহমান সরকার সোহেল।
বর্তমানে প্রায় ১৫০ জন সুবিধা বঞ্চিত শিশু শিক্ষাধীন অবস্থায় রয়েছে মাতৃছায়া স্কুলে এবং সেখানে বিভিন্ন রকম সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে www.educarnival.com। এসব শিশুদের শিক্ষার সবধরনের ব্যয় বহন করে আসছে মাস্তুল ফাউন্ডেশন। সেই সাথে শিশুদের স্বাস্থ্য সচেতন নিয়েও কাজ করে যাচ্ছে।
এই বছর থেকে এডুকার্নিভাল(www.educarnival.com)-এর নিজস্ব উদ্যোগে মেধাবী গরীব ছাত্র-ছাত্রীদের জন্য বৃত্তির ব্যবস্থা করবে।
www.educarnival.com বাংলাদেশের শিক্ষার উন্নতিতে বেশ কিছুদিন ধরেই অবদান রাখছে। www.educarnival.com-এর লগইন করে কেউ কেবল অনলাইন ফ্রী রেজিস্ট্রেশনের মাধ্যমেই ব্যাংক, বিসিএস, বিশ্ববিদ্যালয় ভর্তি, শিক্ষক নিবন্ধন সহ অন্যান্য অনেক বিষয়েই ফ্রী মডেল টেস্ট অনলাইনে দেয়ার সুযোগ পাবেন।