যোগ্যতা:
বিজ্ঞান, বাণিজ্য বা কলা বিষয়ে স্নাতক পাস প্রার্থীদের আবেদন করার সুযোগ থাকছে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া বাংলা ও ইংরেজি ভাষায় লেভেল-৪ মানের কথা বলা, পাঠ করা ও লেখায় দক্ষতাসম্পন্ন হতে হবে।
বেতন: নিয়োগপ্রাপ্তদের প্রতি মাসে ৬৯ হাজার টাকা বেতন দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের মার্কিন দূতাবাসের ওয়েবসাইট (bd.usembassy.gov/) থেকে ‘ইউনিভার্সাল অ্যাপ্লিকেশন ফর এমপ্লয়মেন্ট (ইউএই)’ (ফরম ডিএস-১৭৪) ফরম সংগ্রহ করতে হবে। দূতাবাসের সাউথ ব্যারিয়ার থেকেও আবেদন ফরম সংগ্রহ করা যাবে। ফরমটি পূরণ করে বিজ্ঞপ্তিতে উল্লেখিত প্রয়োজনীয় কাগজপত্রসহ ডাকযোগে বা সরাসরি দূতাবাসের সাউথ ব্যারিয়ারে পাঠাতে হবে। প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন ১ জুন, ২০১৭ পর্যন্ত।
বিস্তারিত দেখুন বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞপ্তিতে :