মানসিক দক্ষতা (২০১৪-১২-১৮)

০১. Pencil is to drawing, as brush is to —–
(ক) writing
(খ) painting
(গ) washing
(ঘ) cleaning
উত্তরঃ painting
০২. আকাশে বিমান উড়ে
পানিতে জাহাজ —– ?
(ক) চলে
(খ) ভাসে
(গ) সাঁতার
(ঘ) দৌড়ায়
উত্তরঃ ভাসে
০৩. কাক = কালো
বক = সাদা
কবুতর = ?
(ক) অবশ্যই কালো
(খ) অবশ্যই সাদা
(গ) সাদা
(ঘ) সাদা হতে পারে
উত্তরঃ সাদা হতে পারে
০৪. নিচের কোনটির গভীরতা বেশি?
(ক) পুকুর
(খ) পানির ট্যাংক
(গ) টিউবওয়েল
(ঘ) লেক
উত্তরঃ টিউবওয়েল
০৫. শচীন দেব বর্মন → হেমন্ত মুখোপাধ্যায়
ভুপেন হাজারিকা ↩

?
(ক) আশা ভোসলে
(খ)নচিকেতা
(গ) মান্না দে
(ঘ)রুনা লায়লা
উত্তরঃ মান্না দে
০৬. ১৩, ১৭, ২৫, ৪১ এর পরবর্তী সংখ্যা কী?
(ক) ৫০
(খ)৬২
(গ)৬৫
(ঘ) ৭৩
উত্তরঃ ৭৩
০৭. ২০০৯ সালের ১ জানুয়ারী বৃহস্পতিবার ছিল। ঐ বছরের ৩১ শে ডিসেম্বর কি বার হবে?
(ক) সোমবার
(খ) বৃহস্পতিবার
(গ)বুধবার
(ঘ)শনিবার
উত্তরঃ বৃহস্পতিবার
০৮. Rahim is more rational than Shihab. Sumi is more rational than Rahim. Shihab is more rational than Sumi. Who is most rational?
(ক) Shihab
(খ) Rahim
(গ)Sumi
(ঘ)None
উত্তরঃ Shihab
০৯. কোনটি ভিন্ন ?
(ক) বেগুণ
(খ) টমেটো
(গ)আম
(ঘ) আলু
উত্তরঃ আলু
১০. পৌষ : শীত : : ফাল্গুন : ——-?
(ক) বসন্ত
(খ)শীত
(গ)বর্ষা
(ঘ)শরৎ
উত্তরঃ বসন্ত