*** উত্তর আমেরিকার আদি অধিবাসিদের নাম কি?
= রেড ইন্ডিয়ান ও এস্কিমো।
*** উত্তর আমেরিকা তথা পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি?
= গ্রীনল্যান্ড (২১,৭৫,৬০০ বর্গ কিমি)
*** উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
= ম্যাককিনলি ,যুক্তরাষ্ট্র (উচ্চতা-৬১৯৪ মিটার)।
*** উত্তর আমেরিকার সর্বনিম্ন বিন্দু কোনটি?
= ডেথ ভ্যালি, যুক্তরাষ্ট্র (গভীরতা-৮৫.৯ মিটার)।
*** উত্তর আমেরিকার বৃহত্তম আগ্নেয়গিরি কোনটি?
= পোক্যাটেপেটল, মেক্সিকো (৫৪৫২ মিটার)।
*** মিসিগান, ইরি ,সুপিরিয়র, হিউরন ওঅন্টারিও হ্রদগুলোর একত্রে নাম কি?
= গ্রেটলেকস।
*** মধ্যে আমেরিকা হতে মিসিসিপি অববাহিত পর্যন্ত সমভূমিকে কি বলে?
= পৃথিবীর রুটির ঝুড়ি।