০১. বাংলাদেশে দুর্যোগ ব্যবস্থাপনা আইন কবে প্রণীত হয় ?
(ক) ২০১০ (খ) ২০১১ (গ) ২০১২ (ঘ) ২০১৩
সঠিক উত্তরঃ ২০১২
০২. ভূমিকম্পের হাত থেকে বাঁচার উপায় কি ?
(ক) ঘরে থাকলে শক্ত কোন কিছুর নিচে ঢুকে উবু হয়ে থাকা
(খ) বাইরে থাকলে ফাঁকা জায়গায় উবু হয়ে থাকা
(গ) ছাদ থেকে লাফ দেয়া
(ঘ) ক + খ
সঠিক উত্তরঃ ক + খ
০৩. BAPA (বাংলাদেশ পরিবেশ আন্দোলন) কবে প্রতিষ্ঠিত হয় ?
(ক) ২০০০ (খ) ১৯৯০ (গ) ২০১০ (ঘ) ১৯৯২
সঠিক উত্তরঃ ২০০০
০৪. BELA কী ?
(ক) বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি
(খ) বাংলাদেশ কর্ম সংস্থান ও শ্রমিক সমিতি
(গ) ক+খ
(ঘ) কোনটিই নয়
সঠিক উত্তরঃ বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি
০৫. সবুজ উদ্ভিদ খাদ্য তৈরির জন্য কোনটি ব্যবহার করে ?
(ক) তাপ (খ) বিদ্যুৎ শক্তি (গ) সৌরশক্তি (ঘ) আলো
সঠিক উত্তরঃ আলো
০৬. “বায়োমাস” কি ?
(ক) পৃথিবীর নির্দিষ্ট কোন অঞ্চলে বসবাসকারী জীব সংখ্যা
(খ) জীবজন্তুর এক ধরনের শৃঙ্খল
(গ) মরু অঞ্চলের উদ্ভিদরাজি
(ঘ) মরু অঞ্চলের প্রাণীসমূহ
সঠিক উত্তরঃ পৃথিবীর নির্দিষ্ট কোন অঞ্চলে বসবাসকারী জীব সংখ্যা
০৭. ঢাকা শহরে শব্দের গড় মাত্রা-
(ক) ১১৫-১২০ ডেসিবেল (খ) ১২০-১৩৫ ডেসিবল (গ) ১২০-১৪০ ডেসিবেল (ঘ) ১০০-১১০ ডেসিবল
সঠিক উত্তরঃ ১০০-১১০ ডেসিবল
০৮. পরিবেশ বিজ্ঞানীদের মতে কোন দেশের আয়তনের শতকরা কত ভাগ বনভূমি থাকা প্রয়োজন ?
(ক) ২৫ ভাগ (খ) ১৬ ভাগ (গ) ২০ ভাগ (ঘ) ১৫ ভাগ
সঠিক উত্তরঃ ২৫ ভাগ
০৯. পৃথিবীর চারদিকে বায়ুমন্ডল না থাকলে কি হতো ?
(ক) খুব ঠাণ্ডা হতো (খ) পৃথিবী অনেক গরম হতো (গ) পৃথিবী মরুভুমি হতো (ঘ) ঋতু পরিবর্তন হতো না
সঠিক উত্তরঃ পৃথিবী অনেক গরম হতো
১০. ঢাকার বাতাসে প্রতি ঘনমিটারে সীসার পরিমাণ কত ?
(ক) ২০৪ মাইক্রাগ্রাম/ঘনফুট (খ) ৩৮৯ মাইক্রোগ্রাম/ঘনফুট (গ) ২৫০ মাইক্রো/ঘনফুট (ঘ) ৪৬০ মাইক্রো/ঘনফুট
সঠিক উত্তরঃ ২০৪ মাইক্রাগ্রাম/ঘনফুট