– সাপের অধীষ্টাত্রী দেবী মনসার অপর নাম- কেতকা ও পদ্মাবতী।
– ‘কালিকামঙ্গল’ নামক অভিহিত কাব্যধারাকে বলা হয়- বিদ্যাসুন্দর।
– কবি কাশীরাম দাস ছিলেন- দেব বংশের।
– বাংলা সাহিত্যে আরকানকে অভিহিত করা হয়- রোসাঙ্গ নামে।
– নাথ সাহিত্যের উল্লেখযোগ্য রচনা- গোরক্ষ বিজয়।
– যে দুটি ধর্মের মিশ্রনে নাথ ধর্মের উৎপত্তি- বৌদ্বধর্ম ও শৈবধর্ম।
– আব্দুল হাকিমের অন্যতম বৈশিষ্ট্য- মাতৃভাষাপ্রীতি।
– ‘পূর্বাশা’ পত্রিকার সম্পাদক ছিলেন- সঞ্জয় ভট্রাচার্য।