নতুন পদ্ধতিতে বেসরকারি শিক্ষক নিয়োগ শুরু করতে আরও কিছুদিন সময় লাগবে। পরিপত্র আর নতুন পুরোনো পাস করা প্রায় সাড়ে ৪ লাখের মেধা তালিকা তৈরিতে সময় লাগবে তাই ২২ অক্টোবর থেকে নিয়োগের ওপর জারি করা নিষেধাজ্ঞা বহাল থাকবে আরও কয়েকসপ্তাহ।
নিবন্ধন অফিসে মেধা তালিকা তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব।
দেরির কারণ জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক ওই অতিরিক্ত সচিব বলেন, এবারের সবকিছু খুঁটিয়ে দেখা হচ্ছে। পরবর্তী পরিপত্রটি জারির পর যেন আর কোনও প্রশ্ন না থাকে। তাছাড়া শিক্ষামন্ত্রী কয়েকদিন দেশের বাইরে ছিলেন। আবার ২৬ তারিখ দেশের বাইরে গিয়ে ২৯ তারিখ ফেরার কথা। কবে নাগাদ পরিপত্র জারি হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মধ্য ডিসেম্বরে।
নতুন পদ্ধতিতে বেসরকারি শিক্ষক নিয়োগ করার সরকারি উদ্যোগের বিরোধীতা করছেন কিছু শিক্ষা ব্যবসায়ী ও স্থানীয় অসাধু রাজনৈতিক কর্মীরা।
সূত্র: দৈনিকশিক্ষা