বেসরকারি মেডিক্যাল কলেজগুলো ভর্তি ফি ১৩ লাখ ৯০ হাজার টাকা

medicaL-sk

 

বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজগুলোর নিজেদের ইচ্ছামতো বাড়তি অর্থগ্রহণ ঠেকাতে বেসরকারি মেডিক্যাল কলেজগুলোতে ভর্তি ফি নির্ধারণ করে দিয়েছে সরকার। স্বাস্থ্য মন্ত্রণালয় রবিবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ ফি নির্ধারণ কর ।

 

স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারিকৃত ওই প্রজ্ঞাপনে জানা যায়, বেসরকারি মেডিক্যাল কলেজগুলো ভর্তি ফি বাবদ ১৩ লাখ ৯০ হাজার টাকা নিতে পারবে। ইন্টার্ন ফি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ২০ হাজার টাকা। এ ছাড়া পাঁচ বছরে মোট টিউশন ফি বাবদ ৪ লাখ ৮০ হাজার টাকার বেশি গ্রহণ করতে পারবে না।

 

সরকারের পক্ষ থেকে ফি নির্ধারণ করে দেওয়ার ফলে বেসরকারি মেডিক্যাল কলেজ থেকে একজন শিক্ষার্থীর এমবিবিএস ডিগ্রি সম্পন্ন করতে মোট খরচ হবে ১৯ লাখ ৯০ হাজার টাকা। তবে ইন্টার্ন ফি বাবদ কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীর কাছ থেকে যে টাকা গ্রহণ করবে পরবর্তীতে ইন্টার্নশিপ করার সময় তার লভ্যাংশসহ ফেরত দেবে।

 

 

সৌজন্যে: লেখাপড়া.কম