তিন হাজার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের পরিবেশ ও অবকাঠামো উন্নয়নে সাড়ে ১০ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁয়ে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সাড়ে ১৮ হাজার কোটি টাকা ব্যয়ে ১৪ প্রকল্প অনুমোদন দেয়া হয়।
সরকারি-বেসরকারি মিলিয়ে দেশে মাধ্যমিক বিদ্যালয় প্রায় ২০ হাজার। যেখানে লেখাপড়া করছে প্রায় ৯০ লাখের বেশি শিক্ষার্থী। কিন্তু বেশিরভাগ বিদ্যালয়ে অবকাঠামো দুর্বলতায় ব্যাহত হচ্ছে শিক্ষার পরিবেশ। সোয়া তিনশ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে গত মার্চে সাড়ে চার হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন দেয় সরকার। এরই ধারাবাহিকতায় এবার তিন হাজার বেসরকারি মাধ্যমিক স্কুলের জন্য সাড়ে দশ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন দিলো একনেক।
সভাশেষে পরিকল্পনামন্ত্রী জানান, প্রকল্পের আওতায় বিদ্যালয়গুলোকে বিজ্ঞান শিক্ষাকেন্দ্রে পরিণত করা হবে।
সভায় মুন্সিগঞ্জের গজারিয়ায় ওষুধ শিল্প পার্ক প্রকল্পের মেয়াদ ও খরচ বাড়ানো হয়েছে। ৩শ ৮১ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়ন হবে ২০২০ সালে মধ্যে। পরিকল্পনামন্ত্রীর দাবি, প্রকল্পের মেয়াদ ও খরচ বাড়ার পেছনে কোন অবহেলা নেই।
এছাড়া ৬শ কোটি টাকা ব্যয়ে র্যাবের ৭টি কমপ্লেক্স নির্মাণ, ১শ ১২ কোটি টাকা ব্যয়ে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নিজস্ব ভবন নির্মাণ প্রকল্প অনুমোদন করেছে একনেক।