সম্প্রতি প্রস্তাবিত ৮ম বেতনস্কেল সংশোধনের দাবি জানিয়েছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষক সমিতি। সোমবার শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. কবীর হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ দাাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৮ম বেতনস্কেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন গ্রেড অবনমন করা হয়েছে এবং সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বাদ দেয়ার মাধ্যমে শিক্ষকদের অবমূল্যায়ন ও বঞ্চিত করা হয়েছে।
এছাড়া বিজ্ঞপ্তিতে জ্যেষ্ঠ অধ্যাপকদের বেতন স্কেল জ্যেষ্ঠ সচিবদের সমান ও অধ্যাপকদের বেতন স্কেল পদায়িত সচিবদের সমান করে পূণনির্ধারণ এবং শিক্ষকদের সিলেকশন গ্রেড ও টাইম স্কেল রাখা এবং সহযোগী-সহকারী অধ্যাপক ও প্রভাষকদের বেতন কাঠামো অধ্যাপকদের বেতনের সঙ্গে সামজ্ঞাস্যপূর্ণ করার জোর দাবি জানানো হয়।