উচ্চ শিক্ষার স্বপ্ন কার না থাকে। আর সে শিক্ষা যদি হয় বিনা খরচে তাহলে তো আর কথাই নেই। এমন সুযোগই দিচ্ছে বৃটেন সরকার। দেশটিতে বিনা খরচে যোকন বিষয়ে মাস্টার্সের সুযোগ দেয়া হচ্ছে। মানে শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে বৃটেনের সরকার। ফরেন এন্ড কমনওয়েলথ অফিস (এফসিও) এর অর্থায়নে এ স্কলারশিপ প্রদান করা হয়। স্কলারশিপ ও ফেলোশিফ, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এ দুই ধরনের সুবিধাই পাবেন।
চলুন জেনে নেই বিস্তারিত :
যোগ্যতা : মাস্টার্সে অধ্যয়নের জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। অর্থাৎ অনার্স পাশ হতে হবে। এছাড়া শিক্ষাজীবনের কোন পর্যায়ে তৃতীয় বিভাগ থাকলে এ স্কলারশিপ প্রযোজ্য হবে না।
বৃত্তির বিষয়: যেকোন বিষয়ে মাস্টার্স করা যাবে।
মেয়াদ : এক বছর
আবেদন করার নিয়ম: ইউকে গভর্মেন্ট স্কলারশিপের জন্য আবেদন করতে হবে অনলাইনে।
প্রয়োজনীয় কাগজপত্র:
১. লেটার ফরম্যাটে ইংরেজিতে লিখিত দুইটি রেফারেন্স।
২. ভ্যালিড পাসপোর্ট/ জাতীয় পরিচয়পত্র।
৩. ইউনিভার্সিটি ট্রান্সক্রিপ্ট (আন্ডার গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট)।
৪. প্রার্থী যেসব বিষয়ে মাস্টার্স করতে চান এমন তিনটি বিষয়ের নাম।
এসব কাগজপত্র অনলাইনে আবেদন করার সময় পিডিএফ ফর্ম্যাটে আপলোড করতে হবে। তবে খেয়াল রাখতে হবে ফাইলের সাইজ যাতে ৫এমবি এর বেশী না হয়।
বৃত্তির জন্য আবেদন করুন : http://www.chevening.org/apply
আবেদন করার শেষ তারিখ : ৩ নভেম্বর ২০১৫
সূত্র: ক্যামপাসলাইভ২৪ ডট কম